বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছিলো বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা।
প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন হয়েছে। ইনজুরির কারণে শেষ ম্যাচ খেলতে পারছেন না ওয়েন পারনেল। তার পরিবর্তে একাদশে ডোয়াইন প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। টাইগারদের জয় আছে ৫টিতে, আর হার ১৮টিতে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। সুপার লিগের টেবিলে ১৭ ম্যাচে ১১ জয়, ৬ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ।
আর ১২ ম্যাচে ৪ জয়, ৬ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : তেম্বা বাভুমা (অধিনায়ক), জনেমান মালান, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরেইনে, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরিজ শামসি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।