শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম | স্বাস্থ্য » নেত্রকোণায় শয্যা বাড়লেও হাসপাতালে চিকিৎসক ও সরঞ্জাম সংকট
নেত্রকোণায় শয্যা বাড়লেও হাসপাতালে চিকিৎসক ও সরঞ্জাম সংকট
শয্যা বাড়ানো ও করোনা ইউনিট করা হলেও নেই আইসিইউ, নেই পর্যাপ্ত চিকিৎসক। সেন্ট্রাল অক্সিজেনের সঞ্চালন লাইন থাকলেও নেই অক্সিজেন ট্যাংক। এভাবেই ধুকে ধুকে চলছে, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল।
নেত্রকোণার দশ উপজেলাবাসীর একমাত্র ভরসা জেলা আধুনিক সদর হাসপাতাল। এখানকার মানুষের দুর্ভোগের কথা ভেবে, ২০১৯ সালে পঞ্চাশ শয্যা থেকে উন্নিত করা হয় একশ শয্যায়। তবে বাড়ানো হয়নি লোকবল। বরং ৪২টি পদের জায়গায় চিকিৎসক রয়েছেন মাত্র ১৩ জন।
আরও পড়ুন: সেই মিথিলা এখন আঠার বছরের কিশোরী
লোকবল সংকট ছাড়াও হাসপাতালে রয়েছে নানা সমস্যা। গত বছর করোনা ইউনিট খুললেও নেই আইসিইউ। ফলে দুর্ভোগ পিছু ছাড়েনি রোগীদের।
এছাড়াও সম্প্রতি করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেনের সঞ্চালন লাইন স্থাপন হলেও দেয়া হয়নি অক্সিজেন ট্যাংক। তাই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সিলিন্ডার অক্সিজেন দিয়েই চলছে সেবা।
করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া ও ফলাফল পেতে ভোগান্তি হওয়ায়, অনেকেই যেতে চায় না হাসপাতালে। ফলে সংক্রমণের শঙ্কা থেকেই যাচ্ছে।