শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যই শান্তি চুক্তি করা হয়েছিল : হানিফ
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যই শান্তি চুক্তি করা হয়েছিল : হানিফ
১৩৪ বার পঠিত
সোমবার, ২১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যই শান্তি চুক্তি করা হয়েছিল : হানিফ

---

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দু’দশকের সংঘাত বন্ধের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয়েছিল।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূ-স্বর্গ। পার্বত্য শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়- এখনো তা অব্যাহত আছে।’
মাহবুব-উল-আলম হানিফ সোমবার পার্বত্য জেলা রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ইনস্টিটিউটে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান দীপংকর তালুকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র কখনো শান্তি আনতে পারে না। তাই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। তা নাহলে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।
এ সম্মেলনে রাঙ্গামাটি জেলার ১০টি উপজলার ৫০টি ইউনিয়নের তৃণমূল প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। প্রতিনিধি সভায় আগামী ২৪ মে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়া হয়।



আর্কাইভ