মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রাজনীতি | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আলী হায়দার
সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আলী হায়দার
এনটুএনটিভি : সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে মোহাম্মদ আলী হায়দার।
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ । ১৩ সেপ্টেম্বর দিন পর্যন্ত মনোনয়নপত্র নির্বাচন অফিসে জমা দিতে পারবে।
তাই 8 সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে নৌকার মনোনয়ন পত্র বিক্রি করা হবে ।
এ সময়ে আগ্রহী প্রার্থীরা ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
নৌকা প্রত্যাশী মোহাম্মদ আলী হায়দার সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
মনোনয়নপত্র সংগ্রহের সময়, মোহাম্মদ আলী হায়দারের সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা থানা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গত ২২ জুলাই রাতে আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন এরপর থেকে শূন্য এ পদ্ধতিতে মোহাম্মদ আলী হায়দার কে দায়িত্ব নিতে একের পর এক অনুরোধ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
এ বিষয়ে জানতে চাইলে, মোহাম্মদ হায়দার বলেন সাধারণ মানুষের অনুরোধে ও নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি দল থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি সকাল ১১ টায় এসে উপস্থিত হই । বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় নেতাদের থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় ।
প্রসঙ্গত তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ৭ অক্টোবর ভোট গ্রহণ চলবে।