শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » যারা ইতিহাস ধামাচাপা দিতে চায় তারা ক্ষমা পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » যারা ইতিহাস ধামাচাপা দিতে চায় তারা ক্ষমা পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫১ বার পঠিত
রবিবার, ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যারা ইতিহাস ধামাচাপা দিতে চায় তারা ক্ষমা পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

---

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়, ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদের ক্ষমা করবে না।’

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা যাবেনা, তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বটম লেস বাস্কেট থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এটা তাঁর দক্ষতারই প্রমাণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলামসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।



আর্কাইভ