শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রমজানে ব্যবসায়ীদের কম লাভে পণ্য বিক্রির আহ্বান মোকতাদির চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রমজানে ব্যবসায়ীদের কম লাভে পণ্য বিক্রির আহ্বান মোকতাদির চৌধুরী
১৩৪ বার পঠিত
রবিবার, ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে ব্যবসায়ীদের কম লাভে পণ্য বিক্রির আহ্বান মোকতাদির চৌধুরী

---

রমজান মাসে ব্যবসায়ীদের কম লাভে পণ্য বিক্রির আহ্বান জানান সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (২০ মার্চ) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোকতাদির চৌধুরী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ক্ষেত্র কিছুটা প্রভাব পড়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এক কোটি মানুষকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশ করে উবায়দুল মোকতাদির বলেন, রমজান মাস আসলে যেখানে পণ্যের মূল্যের দাম কমার কথা সেখানে দাম বাড়িয়ে রাখা হয়। তিনি রমজান মাসে ব্যবসায়ীদের কম লাভে পণ্য বিক্রির আহ্বান জানান।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৮৪ হাজার ৩৪৭ জন কার্ডধারীর মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময় পর্যন্ত টিসিবির পণ্য বিক্রয় হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সাবির আলম পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর সভার মেয়র নায়ার কবিরসহ প্রশাসনের কর্মকর্তারা।



আর্কাইভ