শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় চার জনের ফাঁসি
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় চার জনের ফাঁসি
১৪৯ বার পঠিত
রবিবার, ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় চার জনের ফাঁসি

---

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু মো. ইমন হত্যা মামলায় চার জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়া দুজনের যাবজ্জীবন এবং চার জনকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাহিদ, সাদ মিয়া, আহম্মদ আলী, মো. সিরাজ মিয়া, সেন্টু মিয়া, খোরশেদ আলম ও সালমা বেগম।

এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জেসমিন আহম্মেদ।

জানা যায়, ২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেসমিন আহম্মেদ জানান, ফতুল্লা বক্তবলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করে নয় টুকরো করে পরিত্যক্ত জায়গায় লাশ ফেলে রাখে হত্যাকারীরা। ২০১৩ সালের ১৩ জুন ইমন তার বাসা থেকে নিখোঁজ হয়। ৬ দিন পর পরিত্যক্ত একটি জায়গায় শিশুটির ৯ টুকরো লাশ পাওয়া যায়। এঘটনায় ইমনের বাবা ইসমাইল বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত রায় দিয়েছেন। মামলা থেকে খালাস দেয়া হয়েছে চার জনকে।



আর্কাইভ