শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করল রাশিয়া
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করল রাশিয়া
১৩৩ বার পঠিত
শনিবার, ১৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহার করল রাশিয়া

---

ইউক্রেনের একটি অস্ত্র ভাণ্ডার ধ্বংসের জন্য প্রথমবারের মতো কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক মিসাইলসহ কিনজল এভিয়েশন মিসাইল সিস্টেম ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদ ধারণকারী একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর আগে রাশিয়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করার কথা কখনো স্বীকার করেননি।

কিন্তু এবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে কিনঝাল হাইপারসনিক অস্ত্রের প্রথম ব্যবহার হয়েছে।

শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে ১,১২৫ ফুটের মত। অনেক সামরিক জেট বিমান বা কনকর্ডের মত যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ ‘সুপারসনিক’ গতিতে উড়তে পারে। কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ থেকে নয় গুণ বেশি গতিতে ছুঁটতে পারে।

২০১৮ সালে এক রাষ্ট্রীয় ভাষণে পুতিন জানিয়েছিলেন একটি আদর্শ অস্ত্র হচ্ছে কিনজাল ক্ষেপণাস্ত্র। এটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুঁটতে পারে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করারও শক্তি রয়েছে।

বর্তমান বিশ্বের ৮ টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে।



আর্কাইভ