শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » ব্রুনাই‌য়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » ব্রুনাই‌য়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
২২৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রুনাই‌য়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

---

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন ক‌রে‌ছে ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার সকা‌লে হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার নাহিদা রহমান সুমনা কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি অসীম শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এরপর বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে তার অপরিসীম ভূমিকা, বাংলাদেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালবাসা, শিশুদের প্রতি তার মমত্ববোধ প্রভৃতি দিকের ওপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে অন্তরের অন্তঃস্থল থেকে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অপরিসীম অবদানের কথা তুলে ধরেন।

হাইক‌মিশনার উল্লেখ করেন যে, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে দাবিয়ে রাখা যায়নি বরং সেই চেতনা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি উপস্থিত সবাইকে হাইকমিশনে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’ প্রদর্শনের আমন্ত্রণ জানান।

উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সকল সদস্য ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন এবং কর্না‌রে সাজিয়ে রাখা বঙ্গবন্ধুর ওপর বহুসংখ্যক বই, দেয়ালে বঙ্গবন্ধুর ছবি, বাংলাদেশের জাতীয় পতাকাসহ যে অভিনব প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কর্নারকে সাজানো হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন এবং হাইকমিশনারকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

হাইক‌মিশন জানায়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আরেকটি অংশ ভার্চুয়া‌লি অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ইয়াং বেরহরমাত দায়াং নিক হাফিমি বিনতি আব্দুল হাদি।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাটিক কোরের ডিন ব্রুনাইয়ে ওমানের রাষ্ট্রদূত শেখ আহমেদ বিন হাশিল বিন রশিদ আল মাশকারি, রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বরিসোভিচ গঞ্চারেনকো, ইরানের রাষ্ট্রদূত হোমায়েরা রিগি, এবং ভারত ও থাইল্যান্ডের চার্য দ্যা এফেয়ার্স।

অনুষ্ঠা‌নের ভার্চুয়াল অং‌শে ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির শিশুরা বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা আবৃত্তি, গান, ছবি আঁকা ও অন্যান্য সাংস্কৃতিক পারফরম্যান্স নিয়ে দর্শকদের মন মাতায়।

এছাড়াও ছিল ব্রুনাইয়ের প্রতিষ্ঠান লা ভিডার বিশেষভাবে সক্ষম শিশুদের চিত্রাঙ্কন, গিটার, গান ও নৃত্যসহ অন্যান্য প্রদর্শনী। ব্রুনাইয়ের দুইজন শিশু গ্রাফিক নভেল মুজিব পড়ে শোনায়। এছাড়াও ব্রুনাই মিউজিক সোসাইটির শিশুদের গান ও মারিয়েটা ডেল মারের শিশুদের পিয়ানো বাজানো সবাইকে মুগ্ধ করে।

ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনাইয়ের সহকারী অধ্যাপক ও ব্রুনাই রিডিং ও লিটারারি এসোসিয়েশনের সভাপতি ড. মালাই জেইতি বিনতি শেখ আব্দুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর সংগ্রাম, ত্যাগ ও অনবদ্য ভূমিকার ওপর আলোকপাত করেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ