বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » সবজির দাম বাড়লেও কমেনি বেচাকেনা
সবজির দাম বাড়লেও কমেনি বেচাকেনা
দুদিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে তাতেও কমেনি বেচাকেনা। কেজিতে দুই থেকে তিন টাকা দাম বাড়ায় খুশি কৃষকরা।
ভোরে থেকেই ঠাকুরগাঁওয়ের প্রান্তিক কৃষকরা বিভিন্ন যানবাহনে করে সবজি নিয়ে আসেন জেলার সবচেয়ে বড় এ পাইকারি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে। আঞ্চলিক সড়কের পাশে নানা রকম টাটকা সবজি সাজিয়ে শুরু হয় কেনাবেচা।
ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, আলু, লাউসহ নানা রকম সবজির বেচাকেনায় সরগরম হয়ে ওঠে বাজার। উৎপাদন ভালো হওয়ায় এখানে সরবরাহও প্রচুর।
চলতি সপ্তাহে দুদিনের ব্যবধানে পটোল, ঢেঁড়স, করলা ছাড়া অন্যান্য সবজির দর কেজিতে বেড়ে গেছে দুই থেকে তিন টাকা। তারপরও টাটকা সবজি ক্রয়ে পাইকাররা ছুটে আসেন দূর-দূরান্ত থেকে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ১০ থেকে ১৪ টাকা, শিম ১৮ থেকে ২২ টাকা, বেগুন ১৮ থেকে ২২ টাকা, ফুলকপি ১৪ থেকে ১৬ টাকা, টমেটো ১৬ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়া ১৪ থেকে ১৬ টাকা, শসা ২০ থেকে ২৪ টাকা, স্কোয়াশ ১৫ থেকে ১৭ টাকা, বাঁধাকপি প্রতিটি ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাইকারি এ বাজারটিতে প্রতিদিন জেলার পাঁচ উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত সবজি সরবরাহ করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করায় বর্তমানে এ বাজারে ২০ থেকে ২২ লাখ টাকার সবজি কেনাবেচা হয়।