বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টানা দ্বিতীয়বারের মতো ছিটকে গেলেন মেসি-রোনালদো
টানা দ্বিতীয়বারের মতো ছিটকে গেলেন মেসি-রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি-ফুটবল বিশ্বে বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা। চিরপ্রতিদ্বন্দ্বীও বটে। প্রতিনিয়তই মাঠের লড়াইয়ে একের পর এক রেকর্ড গড়ে ছাড়িয়ে যান একে অন্যকে। কিন্তু এবার কেউ কাউকে ছাড়াতে পারলেন না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে টানা দ্বিতীয়বারের মতো দুই সেরা তারকা ছিটকে গেলেন।
গত দলবদলের মৌসুমে ক্লাব ছাড়ার সময় মেসি-রোনালদো দুজনেই নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখিয়েছিলেন। পিএসজির হয়ে মেসি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোদের শিরোপা ঘরে তোলার ভালো সম্ভাবনাও ছিল। কারণ দুই দলেই তারকার ছড়াছড়ি শুরু থেকেই তাদের ফেবারিটের তকমাই দিয়েছিল।
কিন্তু গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুপার সিক্সটিনের দ্বিতীয় লেগে এগিয়ে থেকেও বিস্ময় জাগিয়ে বাদ পড়ে গেছে মেসির পিএসজি। আর এরপরই সব দায় এসে পড়েছে যেন আর্জেন্টাইন এ তারকার ওপর। যার কিছুটা আঁচ করা যায় সবশেষ ম্যাচে পিএসজির সমর্থকদের দুয়ো ধ্বনিতে। হবেই না কেন! আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ জিততেই তো বার্সেলোনা থেকে মেসিকে উড়িয়ে এনেছিলেন প্যারিস সেইন্ট জার্মেই সভাপতি নাসের আল খেলাইফি।
এদিকে অ্যাথলেটিকো সবসময়ই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিয় প্রতিপক্ষ। ক্লাবটির বিপক্ষে তার রেকর্ডও সে কথাই বলছে। রিয়াল মাদ্রিদে থাকতে একবার অনেকটা রোনালদোর কারণেই চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ নেওয়া হয়নি অ্যাথলেটিকোর। য়্যুভেন্তাসে গিয়েও এমন এক ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন ক্রিস্টিয়ানো। সেবার ২-০ গোলে য়্যুভেন্তাস পিছিয়ে থাকার পরও রোনালদোর হ্যাটট্রিকে উড়ে গিয়েছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা।
কিন্তু এবার তেমনটা হয়নি, রূপকথা বদলে পর্তুগিজ তারকাকে হারাল অ্যাথলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে কান্না নিয়ে বাড়ি ফিরল রেড ডেভিল সমর্থকরা। আর তাই বর্তমান সময়ের সেরা এ দুই তারকাকে ছাড়াই চলবে টুর্নামেন্ট।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সুপার ষোলো থেকে ছিটকে গেছেন মেসি-রোনালদো। এর আগে অবশ্য তাদের ক্লাব ভিন্ন ছিল। বার্সেলোনার হয়ে খেলেছিলেন মেসি আর য়্যুভেন্তাসের হয়ে রোনালদো।