সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পর্যটকদের টার্গেট করে ছিনতাই করতেন তারা
পর্যটকদের টার্গেট করে ছিনতাই করতেন তারা
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও একটি অটোরিকশাসহ ছয় ছিনতাইকারীকে আটক করেছে র্যাব সদস্যরা। রোববার (১৩ মার্চ) মধ্য রাতে পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্টের সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- শাহাবুদ্দিন (২৭), শাহিন আলম রিয়াজ (১৭), রিফাত মিয়া (১৫), সাদ্দাম হোসেন (১৫), জনি কান্তি নাথ (২৩) এবং মোহাম্মদ খোকন (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল উদ্দিন। তিনি জানান, এক দল ছিনতাইকারী পর্যটন এলাকায় অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ৫-৬ জন কৌশলে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের টার্গেট করে টাকা, মোবাইল, স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করেন। দীর্ঘ দিন ধরে তারা কলাতলী সাংস্কৃতিক কেন্দ্র, সুগন্ধা পয়েন্ট ও লাবণী পয়েন্ট এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।