শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » এতিম শিশুদের কল্যাণে সরকার কাজ করছে - সমাজকল্যাণমন্ত্রী
এতিম শিশুদের কল্যাণে সরকার কাজ করছে - সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এতিম ও অনাথ শিশুরা সমাজের অংশ। তারা অসহায় নয়, তাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য যা যা করা দরকার সরকার সে ব্যবস্থা গ্রহণ করেছে। এতিম শিশুদের কল্যাণে সরকার কাজ করছে।
আজ রাজধানীর মিরপুরস্থ আল-নাহিয়ান শিশু পরিবারে দু’জন বালিকার বিবাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক, ঢাকা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য আগা খান মিন্টু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার।
মন্ত্রী বলেন, আল-নাহিয়ান ট্রাস্ট দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানসমূহ দেশের এতিম শিশুদের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানটিকে আরো জনকল্যাণমুখী করার জন্য কাজ করছে।
শিশু পরিবারের নিবাসীদের শিশুকাল থেকে লালনপালন ও পড়াশোনা করিয়ে সংসার জীবনে প্রবেশের ব্যবস্থা পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডের উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও ব্যাক্তি উদ্যোগে এতিমদের পাশে সহযোগিতার হাত বাড়ালে তারাও স্বাবলম্বী হয়ে দেশের কল্যাণে অবদান রাখতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।