শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম » মানিকগঞ্জে কমেছে সবজির দাম, শঙ্কায় কৃষক
মানিকগঞ্জে কমেছে সবজির দাম, শঙ্কায় কৃষক
মানিকগঞ্জের জাগীর বন্দর আড়তে দুদিনের ব্যবধানে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় দর কমেছে ৫ থেকে ৭ টাকা। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষকরা। পাশাপাশি সবজি বহনকারী যানবাহনে পৌরভার নামে চাঁদাবাজির অভিযোগ আড়ত কমিটির।
মধ্যরাত থেকেই কৃষক এবং পাইকাদের বেচাকেনায় সরব মানিকগঞ্জের জাগীর বন্দর আড়ত। দুদিনের ব্যবধানে সবজির সরবরাহ বাড়ায় কমেছে দর। পাওয়া যাচ্ছে পটোল, শিম, পেঁয়াজ, ঢেঁড়স, চিচিংগা, করোলাসহ নানা ধরনের সবজি। প্রতিকেজিতে ৫ থেকে ৭ টাকা দর কমায় সবজির উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে হতাশ চাষিরা।
এ আড়কে প্রতি কেজি বেগুন ১৮ থেকে ২০ টাকা, পেঁয়াজ ৪১ থেকে ৪২ টাকা, টমেটো ২০ থেকে ২২ টাকা, মরিচ ৫৫ থেকে ৫৬ টাকা, শিম ১৮ থেকে ২০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৬৫ টাকা, চিচিংগা ৩৫ থেকে ৪০ টাকা, পটোল ৬৫ থেকে ৭০ টাকা, গাজর ১২ থেকে ১৪ টাকা এবং করোলা ৭২ থেকে ৭৫ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।
সবজির দাম কমে যাওয়ার বিষয়ে কৃষকরা বলেন, ১ মণ টমেটো ২০০ টাকা বলার পরও কেউ কিনছে না। সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি সবজির দাম ৫ থেকে ৬ টাকা কমেছে। দাম ভালো তবে ফলন কম। সেই হিসেবে আমরা দাম পাই না।
এদিকে সবজি বহনকারী যানবাহন থেকে পৌরসভার নামে চাঁদাবাজির অভিযোগ করে তা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আড়ত কমিটির নেতারা। জাগীর বন্দর আড়ত কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লাভলু বলেছেন, সম্পূর্ণভাবে এটি অবৈধ। এটি জাগীর ইউনিয়নের আওতাধীন, এরপরও এটি পৌরসভার অধীনে টিকিটের মাধ্যমে পার্কিং নেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় প্রশাসন মানিকগঞ্জের ডিসি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটি যেন অচিরেই বন্ধ করা হয়।
উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর বন্দর আড়তে ১৭১ জন আড়তদার এবং হাজারের বেশি পাইকারের মাধ্যমে প্রতিদিন কোটি টাকার সবজি বেচাকেনা হয়।