শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ‘রাইটিং উইথ ফায়ার’-এর প্রশংসা করলেন প্রিয়াঙ্কা
‘রাইটিং উইথ ফায়ার’-এর প্রশংসা করলেন প্রিয়াঙ্কা
রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত সিনেমা ‘রাইটিং উইথ ফায়ার’। ৯৪তম একাডেমি পুরস্কারে সেরা ডকুমেন্টারি হিসেবে ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। ইনস্টাগ্রামে ডকুমেন্টারিটি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
লিখেছেন ‘অস্কারের জন্য যোগ্য মনোনয়ন’ এবং অভিনন্দনও জানিয়েছেন তিনি। ‘খবর লাহরিয়া’ নামের একটি গ্রামীণ সংবাদপত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ফিচার ফিল্মটির গল্প। সংবাদপত্রটি চালাতেন কিছু অসহায় অবহেলিত নারী। নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে এসব নারী সাংবাদিক রিপোর্ট করেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে।
ডকুমেন্টারিতে দেখানো হয়েছে সংবাদপত্রগুলো কীভাবে প্রিন্টের যুগ থেকে ডিজিটাল যুগে পা দিল। নারী সাংবাদিকরা স্মার্টফোনের ব্যবহার শিখল।
পিতৃতন্ত্র, পুলিশবাহিনীর অযোগ্যতা, জাত ও লিঙ্গসহিংসতার চিত্রও উঠে এসেছে এই ডকুমেন্টারিতে।
তৃণমূল ভারতীয় সাংবাদিকতাকে তুলে ধরা হয়েছে এখানে। আগামী ২৮ মার্চ অস্কারের মঞ্চে ‘সামার অব দ্য সোল’-এর সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হবে ‘রাইটিং উইথ ফায়ার’।
এর আগে ২০২১ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ডকুমেন্টারিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এখন পর্যন্ত ২০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ফিচার ফিল্মটি। এটি প্রথম ভারতীয় ফিচার ডকুমেন্টারি, যা শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচারের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।