শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » তিন বেসামরিক ভবনে রাশিয়ার হামলা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » তিন বেসামরিক ভবনে রাশিয়ার হামলা
১০৭ বার পঠিত
শনিবার, ১২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন বেসামরিক ভবনে রাশিয়ার হামলা

---

মুহুর্মুহু বোমাবর্ষণে কাঁপছে ইউক্রেনের বিভিন্ন শহর। বাদ নেই যুদ্ধে না জড়ানো শহরগুলোও।

শুক্রবার (১১ মার্চ) ডনিপ্রো শহরে তিনটি বেসামরিক ভবনে হামলা চালিয়েছে রাশিয়ান সৈন্যরা। এ হামলায় একটি জুতা কারখানা ধ্বংস হয় এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হন।

ডনিপ্রো এর আগে যুদ্ধ থেকে বেশ দূরের একটি শহর ছিল। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এ শহরটিতে খুব অল্প সংখ্যক হামলা হয়।
এদিকে খারকিভে প্রতিবন্ধীদের আবাসস্থলেও হামলা চালিয়েছে রুশ সেনারা। কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় সেখানে ৩৩০ জন ছিলেন। খবর এনডিটিভি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এদিকে লুৎস্ক, ইভানো ফ্রানস্কিভস, দিনিপ্রোতে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো হয়। অন্যদিকে বন্দর নগরী মারিওপোলেও বোমা হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।
রাজধানী কিয়েভের কাছাকাছি চলে এসেছে রাশিয়ার বাহিনী। শেষ পাঁচদিনেই রুশ সেনারা কিয়েভের দিকে ৮০ কিলোমিটার ও গেল ২৪ ঘণ্টায় ৫ কিলোমিটার অগ্রসর হয়েছে। তবে তাদের প্রতিরোধ করতে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। কিয়েভের খুব কাছাকাছি অবস্থান করা রুশ বাহিনীর বেশ কয়েকটি ট্যাংক ধ্বংসের দাবিও করেছে ইউক্রেন। এরইমধ্যে আরেক গুরুত্বপূর্ণ অঞ্চল ভলনোভাখা অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীরা।

এ ছাড়া খারকিভ, চেরনিহিভসহ বেশ কয়েকটি শহরে এখনো জোরাল অভিযান চালিয়েই যাচ্ছে রাশিয়া। তবে পাল্টা অভিযান অব্যাহত আছে বলে দাবি করছে কিয়েভ।



আর্কাইভ