শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কাঠবোঝাই ট্রলারে আইস, মিয়ানমারের ৬ নাগরিক আটক
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কাঠবোঝাই ট্রলারে আইস, মিয়ানমারের ৬ নাগরিক আটক
১৪৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাঠবোঝাই ট্রলারে আইস, মিয়ানমারের ৬ নাগরিক আটক

---

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলার থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টার মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এ সময় মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গর্জন কাঠবোঝাই ট্রলারটিও।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, বুধবার (৯ মার্চ) রাতে বিজিবির একটি টহল দল নাফ নদী মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে দেখে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়। বিজিবির সংকেত পেয়ে ট্রলারটি গতি না থামিয়ে আরও বাড়িয়ে দেয়। এ সময় স্পিডবোট নিয়ে ধাওয়া করে ট্রলারটি ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রলারের পাটাতনের ভেতরে লুকায়িত অবস্থায় আইস উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার ফকতু আইরাই গ্রামের মৃত মুজিবুল্লাহর ছেলে মো. ইলিয়াস (৫৫), একই এলাকার করিম উদ্দিনের মো. করিম (২০), মো. আনুর ছেলে মো. ইমাম হোসেন (২৭), মো. আবুল কালামের ছেলে মো. শাহ আলম (৩০), মৃত জাকারিয়ার ছেলে মো. ফোরকান ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. আব্দুল হাফেজ (৪০)।

তিনি জানান, জব্দ করা কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক ‍গুদামে জমা দেওয়া হয়েছে এবং আটক ৬ জনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



আর্কাইভ