বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » তুরস্কে ইউক্রেন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক শুরু
তুরস্কে ইউক্রেন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক শুরু
সামরিক হামলা শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষপর্যায়ের বৈঠক তুরস্কে শুরু হয়েছে।
এর আগে তুরস্কের পক্ষ থেকে উভয় দেশের প্রতি সংলাপের আহ্বান জানালে সে আহ্বানে সাড়া দেয় ইউক্রেন-রাশিয়া।
যুদ্ধ চলাকালীন বেলারুশে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও সংকট নিরসনের কোনো সম্ভাবনা সৃষ্টি হয়নি। ইউক্রেনের দাবি হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও রুশ সেনা প্রত্যাহার করা। কিন্তু ইউক্রেন ন্যাটোতে কখনো যোগদান করবে না তার নিশ্চয়তা চায় রাশিয়া।
তুরস্কের মধ্যস্থতায় আলোচনা হলেও সংকট নিরসনের কোনো সম্ভাবনার কথা উভয় দেশের পক্ষ থেকে বলা হচ্ছে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীও কোনো আশার আলো দেখছেন না। কারণ রুশ হামলার তীব্রতা কমছে না। প্রতিদিন রুশ হামলায় শত শত ইউক্রেনের নাগরিক নিহত হচ্ছে।