বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
নিত্যপণ্যের দাম বাড়িয়ে যেসব ব্যবসায়ী ফায়দা লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। যাতে সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারে। সেজন্য টিসিবির আওতা বাড়ানো হয়েছে। কোটি মানুষকে কম দামে পণ্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, তিনি মিডিয়ার সামনে বক্তব্য দিতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করতে যেসব অভিযোগ করছেন তা সঠিক নয়। কারণ সাম্প্রতিক রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো পৃথিবীতে অনেকগুলো পণ্যের দাম বেড়েছে। বাংলাদেশেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
বর্ধিত সভায় ঠাকুরগাও জেলার ছয় সাংগঠনিক থানার নেতারা এবং সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।