বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পর্যটন বিকাশে বেসরকারি খাতকে সুযোগ দিতে হবে
পর্যটন বিকাশে বেসরকারি খাতকে সুযোগ দিতে হবে
দেশের পর্যটন খাতের উন্নয়নে বেসরকারি খাতকে কাজ করার সুযোগ দিতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (৯ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ট্যুরিজম মাস্টার প্ল্যান নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার পর্যটন বিকাশে সব ধরনের সুযোগ সুবিধা দেবে। এসব খাতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। তবে তাদের কাজ করতে যেনো কোনো সমস্যা না হয়, সেটিও দেখতে হবে। তাদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে। বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের দেশ। আমাদের পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সেগুলো পরিচ্ছন্ন করতে পারলে অনেকেই দেশে ঘুরতে আসবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিমান প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রেজেন্টেশনে দেশের পর্যটন স্পটগুলোর সম্ভাবনা দেখে ভালো লাগলো। আমাদের উচিত তাদের সুপারিশগুলোকে বাস্তবায়ন করে এ শিল্পকে এগিয়ে নেওয়া।
প্রতিমন্ত্রীকে তিনি আরও বলেন, আমি প্রায়ই শুনি বিমানের যাতায়াত ভাড়া অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে বেশি। বিষয়টি দেখার অনুরোধ করব।
এ সময় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ট্যুরিজমের জন্য বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। প্রতি বছর শীতে আমাদের দেশে অতিথি পাখি আসে। যদি শুধুমাত্র গরমের জন্যই অতিথি পাখি আসত, তাহলে তারা দুবাই যায় না কেন? তারা বাংলাদেশে আসে আমাদের মনোমুগ্ধকর প্রকৃতির জন্য। সমুদ্র, পাহাড়-পর্বত কী নেই আমাদের। প্রকৃতিতে যা যা দরকার, বাংলাদেশে সবই আছে।
দেশের পর্যটন ব্যবস্থার উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, পর্যটনের উন্নয়নে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ চলছে। আমরা কক্সবাজারের রানওয়ে বড় করছি। সব বিমানবন্দর উন্নয়নেও কাজ চলছে। আমাদের বিমানবন্দর সুইজারল্যান্ডের বিমানবন্দরের মতো হবে। লন্ডনের হিথ্রোর একজন যাত্রী বাংলাদেশে এসে দেখবে হিথ্রোর চেয়েও আমাদের বিমানবন্দর সুন্দর।