শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ৯ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কারেন্ট জাল উৎপাদন ও বাজারজাত বন্ধে নৌপুলিশের তৎপরতা
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কারেন্ট জাল উৎপাদন ও বাজারজাত বন্ধে নৌপুলিশের তৎপরতা
১৪০ বার পঠিত
বুধবার, ৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারেন্ট জাল উৎপাদন ও বাজারজাত বন্ধে নৌপুলিশের তৎপরতা

---

জাটকা ও মাছের পোনা বিনাশকারী কারেন্ট জাল উৎপাদন ও বাজারজাত বন্ধে নৌপুলিশ আগামীতে কার্যকরী ভূমিকা রাখবে। শুধু তাই নয়, নদীপথে সব ধরনের অপরাধ দমনেও নৌপুলিশ সবসময় তৎপর থাকবে।

বুধবার (৯ মার্চ) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে এক সমাবেশে নৌপুলিশের ডিআইজি সফিকুর ইসলাম এসব কথা বলেন।

জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ উপলক্ষে সরেজমিনে পরিদর্শন করেন নৌপুলিশের এ কর্মকর্তা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নৌপুলিশ চাঁদপুর অঞ্চল প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এ ছাড়া নৌ ও জেলা পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

জেলে, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে এই সমাবেশ শেষে মেঘনা নদীতে বর্ণাঢ্য একটি নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।



আর্কাইভ