শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » টেকনাফ থেকে নিয়মিত আইস নিয়ে আসতেন জাহিদুল
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » টেকনাফ থেকে নিয়মিত আইস নিয়ে আসতেন জাহিদুল
১৫২ বার পঠিত
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকনাফ থেকে নিয়মিত আইস নিয়ে আসতেন জাহিদুল

---

সীমান্ত এলাকা টেকনাফ থেকে নানা কৌশলে ও অভিনব কায়দায় নিয়মিত ভয়ঙ্কর মাদক আইস এবং ইয়াবা ঢাকায় নিয়ে আসতেন মো. জাহিদুল আলম (২৫)। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আইস সরবরাহ করতেন তিনি।

সোমবার (৭ মার্চ) রাতে রাজধানীর কদমতলী থেকে এমনই একটি আইসের চালানসহ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

গ্রেপ্তারের সময় মো.জাহিদুলের কাছ থেকে ১ কেজি আইস ও ৫ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানিয়েছেন।

এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার রাতে গোপন সংবাদ আসে কদমতলীর মুরাদপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় আচারের কৌটায় আইস বিক্রির জন্য অবস্থান করছেন। পরে রাতে মুরাদপুরে অভিযান চালিয়ে মো.জাহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি আইস ও ৫ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ২ লাখ টাকা।

মো.জাহিদুল আলম জিজ্ঞাসাবাদে র‍্যাব কে জানিয়েছেন, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। কক্সবাজার জেলার টেকনাফ থেকে অভিনব কৌশল অবলম্বন করে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানা যায়।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।



আর্কাইভ