শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » এভারটনকে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম, লেভান্তের বিপক্ষে জয় বিলবাওয়ের
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » এভারটনকে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম, লেভান্তের বিপক্ষে জয় বিলবাওয়ের
১৪৫ বার পঠিত
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এভারটনকে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম, লেভান্তের বিপক্ষে জয় বিলবাওয়ের

---

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনকে ৫-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এই জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল টটেনহ্যাম। এদিকে লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাও।

টটেনহ্যাম হটস্পারের জন্য এভারটনের বিপক্ষে ম্যাচটি ছিল সেরা চারের আশা বাচিয়ে রাখার লড়াই। সেই লড়াইয়ে এভারটনকে ৫-০ গোলের বিধ্বস্ত করেছে টটেনহ্যাম।

ম্যাচের শুরুতেই মাইকেল কিয়ানের আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় টটেনহ্যাম। ১৪ মিনিটে এই সেন্টার ব্যাকের ভুলে ১-০ গোলে এগিয়ে যায় স্পার্স। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড সন হিয়ং। শুরুতেই দুই গোলে পিছিয়ে পরে চাপে পরে এভারটন।

৩৭ মিনিটে এভারটন গোল কিপারকে বোকা বানিয়ে হ্যারি কেইন বল জালে জড়ালে ৩-০ গোলে এগিয়ে যায় স্পার্স। প্রথমার্ধের শেষ মুহূর্তে রেগুইলনের গোলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় টটেনহ্যাম হটস্পার।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা করা এভারটন, তবে উলটো হজম করে আরও এক গোল। ৫৫ মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৫-০ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম হটস্পার। এই জয়ে সেরা চারের আঁশা বাচিয়ে রাখলো টটেনহ্যাম। আর বড় ব্যাবধানে হারে এভারটনের রেলিগেশন শঙ্কা আরও বাড়াল।

এদিকে লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাও। সান মামস বারিয়াতে প্রথমার্ধে দুই দলই বল রাখে সমানে সমান। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় অ্যাথলেটিক বিলবাও। ৬৩ মিনিটে মাইকেল ভেসগার গোলে এগিয়ে যায় বিলবাও। ৭৬ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেন উইলিয়ামস। শেষ মুহূর্তে আয়ার জারাজ্ঞার গোলে জয় ৩-০ গোলে এগিয়ে যায় বিলবাও।

ইনজুরি টাইমে ফ্রুটোস সান্ত্বনাসূচক গোল করলেও ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে। এই জয়ে ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৮ নম্বরে বিলবাও। আর একের পর এক হারে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে লেভান্তে।



আর্কাইভ