সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘জাতির পিতার আদর্শ অনুসরণ করলেই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে’
‘জাতির পিতার আদর্শ অনুসরণ করলেই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘জাতির পিতার আদর্শে দেশ সেবায় আত্মনিয়োগ করলে জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।’ সোমবার (৭ মার্চ) সকালে প্রবাসী কল্যাণ ভবনে ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন দফতার /সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি।
ইমরান আহমদ বলেন, ‘৭ মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।’
মন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সরাজীবন শুধু ত্যাগই করে গেছেন।’
এ সময় মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ মূলত ছিল স্বাধীনতার ঘোষণা। এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও গৌরবান্বিত করেছে।’
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক এবং মন্ত্রণালয় ও আওতাধীন দফতর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।