রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বেশি বেশি পাটপণ্যের প্রদর্শনী করতে পাটমন্ত্রীর নির্দেশ
বেশি বেশি পাটপণ্যের প্রদর্শনী করতে পাটমন্ত্রীর নির্দেশ
বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে আরও বেশি হারে দেশে ও বিদেশে পাটপণ্যের প্রদর্শনী করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।
তিনি আজ রোববার দুপুরে রাজধানীর ফার্মগেইটস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত তিন দিন ব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন।
জেডিপিসি প্রাঙ্গণে চলমান তিনদিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী ৮ মার্চ। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই মেলা চলবে। এবার মেলায় ৩৩ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বহুমুখী পাটপণ্যের পসরা সাজিয়েছেন।
বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তাগণ ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শনীতে পাটের প্রায় সব ধরণের পণ্য রয়েছে।
জেডিপিসির কর্মকর্তাদের উদ্দেশ্যে পাটমন্ত্রী বলেন, ‘যত পারেন পাটপণ্যের মেলার আয়োজন করতে হবে। এতে দেশে পাটপণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি এখাতের উদ্যোক্তাদের বিক্রিও বাড়বে। এতে করে তারা দেশের বাইরেও পাটপণ্য রফতানি করতে উৎসাহী হবে।
তিনি বলেন, ‘এ বছর মেলা কয়টি করবেন আমাদের জানাবেন। মেলা হলে উদ্যোক্তারা লাভবান হবে। অনেক উদ্যোক্তাই দেশের বাইরে যেতে পারেন না। মেলা হলে তারা লাভবান হবেন।’
মন্ত্রী বলেন, পাট পণ্য দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন আমাদের আরো উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছি। সরকার উদ্যোক্তা তৈরি করতে আগ্রহী। কারণ উদ্যোক্তা ছাড়া দেশের কোন ভবিষ্যত নেই।
জেডেপিসি আইন করার দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, জেডিপিসি আইন করলে উদ্যোক্তারা কিভাবে লাভবান হবে সেটা আগে বুঝতে হবে। আইন করতে হলে ভালো হবে না খারাপ হবে আগে সেটা যাচাই করতে হবে।
তিনি বলেন, দেশের জন্য যা মঙ্গলজনক আমরা সেটাই করবো। উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলবো। উদ্যোক্তা ও সব পক্ষের মতামতের ভিত্তিতে আইন হবে।
জেডেপিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ।