শনিবার, ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম » মানুষের মাথাপিছু আয় সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে : তথ্যমন্ত্রী
মানুষের মাথাপিছু আয় সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে : তথ্যমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। বহুক্ষেত্রে বাংলাদেশ ভোটদানে বিরত থাকে। এবার যখন জাতিসংঘে প্রস্তাব আনা হয়, তখন ভারতসহ আরও অনেক দেশ ভোটদানে বিরত ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড়ে তথ্যমন্ত্রীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বিএনপি মহাসচিবকে এ প্রশ্ন করেন।
ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার প্রশ্ন, ‘ভারত কেন বিরত ছিল?’ সেটির ব্যাখ্যাও যেন তিনি দেন। সব বিষয়ে মতামত দিতে গিয়ে, তিনি কোনটাতে কি বলেন খেই হারিয়ে ফেলেন।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। আমরা অবশ্যই যেকোন সংঘাত-যুদ্ধের বিরোধী। জাতিসংঘে কৌশলগত কারণে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল, ভারতও বিরত ছিল। এখন ভারত কি কারণে বিরত ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি সেই ব্যাখ্যাটা দেন খুব ভালো হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্য বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানেও গত কয়েক বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে। আন্তর্জাতিকভাবেও বেড়েছে। কিন্তু মাথাপিছু আয় সবজায়গায় বাড়েনি। আমাদের দেশেও ভোগ্যপণ্যের দাম বাড়েনি তা নয়, কিছুটা বেড়েছে। কিন্তু তার সঙ্গে অনেক বেশি বেড়েছে মানুষের মাথাপিছু আয়।
তিনি আরও বলেন, গত ১৩ বছরে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তিন গুণ। অন্যান্য আয়ের মানুষেরও ক্রয়ক্ষমতা তিন গুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। দেখতে হবে মানুষ ক্রয় করতে পারে কিনা, মানুষ আগের চেয়ে ভালো আছে কিনা। বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে, এজন্য মানুষের মনে স্বস্তি আছে।