শনিবার, ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » রাশিয়ায় স্যামসাং ইলেকট্রনিকসের পণ্যের চালান স্থগিত
রাশিয়ায় স্যামসাং ইলেকট্রনিকসের পণ্যের চালান স্থগিত
রাশিয়ায় পণ্যের চালান বন্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ইলেকট্রনিকস। শনিবার (৫ মার্চ) প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমান ভূরাজনৈতিক উন্নয়নের কারণে রাশিয়ায় চালান স্থগিত করা হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জানিয়েছে, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণের জন্য এই জটিল পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছি।
ডাটা প্রোভাইডিং কাউন্টারপয়েন্টের তথ্য বলছে, স্যামসাং ইলেকট্রনিকস রাশিয়ার সর্বোচ্চ বিক্রীত মোবাইল ফোন। ২০২১ সালে চতুর্থ ত্রৈমাসিতে রাশিয়ার ৩০ শতাংশ শেয়ার স্যামসাং এর দখলে ছিল। রাশিয়ায় প্রতিষ্ঠানটির বিক্রি শাওমি (২৩ শতাংশ) এবং অ্যাপলের (১৩ শতাংশ) থেকেও এগিয়ে রয়েছে।
ইউক্রেনে আক্রমণের পর রাশিয়া নানা নিষেধাজ্ঞা এবং সমালোচনার শিকার হয়েছে। অ্যাপল, নাইকি এবং আইকিয়ার মতো প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে, নিজেদের দূরে সরিয়ে নিয়েছে বা দেশটিতে ব্যবসায় স্থগিত করেছে। এক্ষেত্রে শিপিং রুট পরিবর্তন হচ্ছে একটি অন্যতম ফ্যাক্টর।
এদিকে ২০২১ সালে রাশিয়ার মোবাইল ফোন বাজারের ৪৪ শতাংশজুড়ে থাকা চীনা প্রতিষ্ঠানগুলো এখনও রাশিয়ার বিষয়ে অনেকাংশই নীরব রয়েছে। কারণ ইউক্রেন আক্রমণের বিষয়ে বেইজিং মস্কোর সমালোচনা করা থেকে বিরত রয়েছে।