শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওয়ার্ন-মার্শের স্মরণে বাংলাদেশ-আফগান দলের নীরবতা পালন
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওয়ার্ন-মার্শের স্মরণে বাংলাদেশ-আফগান দলের নীরবতা পালন
১৩৭ বার পঠিত
শনিবার, ৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়ার্ন-মার্শের স্মরণে বাংলাদেশ-আফগান দলের নীরবতা পালন

---

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন এবং রড মার্শের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার (৫ মার্চ) ম্যাচের টস জিতে ব্যাটিং বেছে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

থাইল্যান্ডের কোহ সামুইয়ে শুক্রবার (৪ মার্চ) মৃত্যু হয় ওয়ার্নের। তার বয়স হয়েছিল ৫২ বছর। লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল তার। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।

১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।

ক্রিকেটীয় জীবনে একাধিক রেকর্ডের অধিকারী ওয়ার্ন। টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে তিনি সর্বোচ্চ উইকেট শিকারের নজির গড়েছেন (৯৬)। সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যেও তিনি সবার শীর্ষে। ক্যারিয়ার জুড়ে জাতীয় দলের হয়ে ৪ হাজার ১৭২ রান করেছেন তিনি। টেস্টেও সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ওয়ার্নের নাম সবার শীর্ষে। অভিজাত ক্রিকেটে তিনি করেছেন ৩ হাজার ১৫৪ রান।



আর্কাইভ