শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ হবে দেশপ্রেমের পরীক্ষা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ হবে দেশপ্রেমের পরীক্ষা
১০৫ বার পঠিত
শনিবার, ৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ হবে দেশপ্রেমের পরীক্ষা

---

কয়েকদিন পরই দক্ষিণ আফ্রিকায় সফর করবে বাংলাদেশ দল। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে তখনই শুরু হবে বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সেখানে প্রোটিয়ার বেশ কিছু খেলোয়াড়রা রয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এলগার মনে করেন দেশ ও আইপিএল একই সঙ্গে শুরু হওয়ায় এটি হবে একটি দেশপ্রেমের পরীক্ষা।

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। অপরদিকে ২৬ মার্চ ভারতে শুরু হবে আইপিএল। এদিকে আবার এক সপ্তাহ বিরতি দিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ। অর্থাৎ একইসময়ে চলবে এ টেস্ট সিরিজ ও আইপিএল।

এমন পরিস্থিতিতে প্রোটিয়া খেলোয়াড়দের দিকে তাকিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিন এলগার। যদিও দেশটির বোর্ড খেলোয়াড়দের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। তবে এতেই এক পরীক্ষার মুখে পড়েছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক।

এলগার বলেন, ক্রিকেটারদের উচিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে একটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া যে তারা টেস্ট খেলবেন নাকি আইপিএল খেলতে যাবেন। ক্রিকেটারদের ওপরই এই সিদ্ধান্তটি নেওয়ার সুযোগ ছেড়ে দেওয়ায় পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে, খেলোয়াড়দের দায়বদ্ধতা কোথায় সেটি এবার বোঝা যাবে।

যে সব খেলোয়াড় আইপিএলে সুযোগ পাচ্ছে তারা যে এই জাতীয় দলেই ভালো করে সেখানে নিজেদের জায়গা করে নিয়েছে এটা মনে করিয়ে দিলেন এলগার। তিনি বলেন, তাদের অবশ‍্যই ভুলে যাওয়া উচিত হবে না যে এই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটই তাদের আইপিএলে নিয়ে গেছে। এ ছাড়া অন‍্য কোনো পথ নেই।

জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় এইবারের আইপিএলে দল পেয়েছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় হলেন ডি কক, কাগিসো রাবাদা, নরকিয়া, মাকরাম আরও অনেকে।



আর্কাইভ