শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » ‘পঞ্চাশ বছরেও ক্ষমতায় আসবে না বিএনপি’
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » ‘পঞ্চাশ বছরেও ক্ষমতায় আসবে না বিএনপি’
১৬৭ বার পঠিত
শনিবার, ৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘পঞ্চাশ বছরেও ক্ষমতায় আসবে না বিএনপি’

---

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নামক দলের আগামী পঞ্চাশ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই।

শনিবার( ৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি কোন কাজটা করলে জনগণের কাছে আস্থাবান হতে পারে সেই কাজটাই তারা জানেন না। এ জন্য তারা দিশেহারা হয়ে আছে। রাজনীতির ধারা অতীতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এভাবে থাকতে থাকতে তারা এখন দিশেহারা। আর যখন মানুষ দিশেহারা হয়, তখন সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা বলে। আজকে বিএনপির এ দশা হয়েছে।

তিনি আরও বলেন, এরা রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও দেশের জন্য, জনগণের জন্য কল্যাণমুখী কোনো কাজ করেনি। তখনো ওরা হাওয়া ভবন বানিয়ে লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ক্ষমতার বাইরে থেকেও এরা দেশের জন্য জনগণের জন্য বিরোধী দল হিসেবে কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। বিরোধী দলে থাকা অবস্থায় ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। জনগণের ওপর বারবার আক্রমণ করেছে। যার কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হানিফ বলেন, তাদের লক্ষ্য একটাই এ উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করা। কারণ তারা জানে, উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত আছে। এ ধারা অব্যাহত যদি থাকে এ দেশের জনগণ সবসময়ই জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল থাকবে। এখন যেমন আছে ভবিষ্যতেও থাকবে। তাই আগামী পঞ্চাশ বছরেও এ দলটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এ কারণে তারা সবাই হতাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-৩ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলি আজাদ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ