শুক্রবার, ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম » দৌলতদিয়া কার্ভাড ভ্যান-পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি
দৌলতদিয়া কার্ভাড ভ্যান-পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি
রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে নানা সংকট, আর ভোগান্তি যেন এই ঘাট ও ঘাট ব্যবহারকারীদের নিত্যদিনের সঙ্গী। এই ভোগান্তি নিরসনের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করলেও খুব একটা কাজে আসছে না। দুই দিনের ব্যবধানে দৌলতদিয়া প্রান্তে ফের দেখে দিয়েছে কার্ভাডভ্যান ও পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারি। এর আগে ফরিদপুর থেকে ওরস ফেরত যানবাহনের চাপে পর পর দুই দিন ঘাট এলাকায় ছিল তীব্র যানজট।
গতরাত থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার (৪ মার্চ) সকালেও দেখা গেছে, এতে দৌলতদিয়া ঘাট ব্যবহারকারীদের ভোগান্তি বেড়েছে। তবে যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কম ছিলো।
দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারএলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি, অন্যদিকে যাত্রীবাহী বাস থাকলে ও তুলনামূলকভাবে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির থেকে কম। তবে তাদেরকে ও ফেরির নাগাল পেতে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে।
সাতক্ষীরা থেকে আসা ট্রাকচালক সুরুজ হোসেন বলেন, সাতক্ষীরা থেকে গতরাত ২টা থেকে ঘাট এলাকায় এসে লম্বা সিরিয়ালে আছি। ঘাট থেকে অনেক দূরে অবস্থান করায় খাওয়ার সমস্যা হচ্ছে। এছাড়া অনেক ট্রাকচালক স্থানীয় দালাল ধরে সিরিয়াল ভেঙে ঘাটের দিকে যেতে হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানিয়েছনে, ভোগান্তি কমাতে এই দুই নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। কিন্তু গতকাল থেকে ট্রাকের বাড়তি চাপ থাকায় দৌলতদিয়া প্রান্তে এই যানজট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ এ যানজট অনেকটা কমে যাবে আশা করছি।