বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারীর প্রতি দৃষ্টি ভঙ্গী পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না : মেয়র আইভী
নারীর প্রতি দৃষ্টি ভঙ্গী পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না : মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী বলেন, আমরা (নারীরা) জন্ম পর থেকেই প্রতিকূলতার মাঝ থেকেই বড় হয়েছি। পরিবার থেকেই ছোট বেলা থেকেই ছেলে সন্তানদের ভালো খাবার খাওয়ানো, ভালো পড়ানো, ছেলেদের জন্য মেইনটেন করানো হয়।
ছেলেদের জন্য চিন্তা করা হয় কিভাবে ভালো একটি স্কুলে দেওয়া যায়। নারীদের ক্ষেত্রে তাদের জন্য চিন্তা করা হয় বড় হলে তাদের কিভাবে বিয়ে দেওয়া হবে। আগেই আরো আগে দেওয়া হতো।
এই দৃষ্টি ভঙ্গীটা আমাদের পরিবার থেকে বাবা-মা, বোনদের থেকে শিখে আসছি। সুতরাং নারীর দৃষ্টি ভঙ্গী যতক্ষন ধরে না পরিবর্তন হবে ততক্ষন সমাজ পরিবর্তন হবে না। পাশাপাশি পুরুষের দৃষ্টি ভঙ্গী পরিবর্তন হতে হবে।
বুধাবার (৩ মার্চ) সকালে চুনকা পাঠাগারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এমন অনেক দেশেই আছে প্রায় ৯৫ ভাগই নারীদের অধীনে চলে। বলতে গেলে অনেক দেশেই নারীরাই লিড দিচ্ছে। দেখবেন পুরুষদের পাশাপাশি তারা কাজ করছে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু শপিংমহলে কাজ করছে। এমন কোনো কাজ নাই নারীরা কাজ করছে না। শতভাগ তারা কাজ করছে।
আমরাও সেদিনের অপেক্ষায় আছি। আমাদের নারীরাও ঘরে বসে থাকবে না। পুরুষরা বলবে না এক জন নারী ঘরে রান্না বান্না করবে। সেই কথা আর বলবে না।