শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বিজিবির মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সাকিল আহমেদ
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বিজিবির মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সাকিল আহমেদ
১১৭ বার পঠিত
বুধবার, ২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজিবির মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সাকিল আহমেদ

---

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। বুধবার (২ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের থেকে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল সাকিল। বিজিবিতে যোগদানের আগে সাকিল আহমেদ সেনাসদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন মেজর জেনারেল সাকিল। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাকিল আহমেদ জিওসি ১৯ পদাতিক ডিভিশন, কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, একটি পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ এবং একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবেও দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল সাকিল আহমেদ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রশিক্ষক হিসেবে তিনি এসআইঅ্যান্ডটির প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার এবং মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের ডিরেক্টর স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শান্তিরক্ষী হিসেবে মেজর জেনারেল সাকিল আহমেদ সোমালিয়ায় ইউনোসম-২ এর কন্টিনজেন্ট সদস্য ও কঙ্গোতে মোনাকের ফোর্স লজিস্টিক স্টাফ ছিলেন। এ ছাড়া জাতিসংঘ মিশনে আইভরি কোস্টে ইউনোকিতে ব্যানবেইট-৩/২৩ এ কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্বও পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকও ছিলেন তিনি।

মেজর জেনারেল সাকিল আহমেদ দেশ-বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়্যার স্টাডিজে স্নাতকোত্তর, স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর এবং ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। এ ছাড়া দেশ-বিদেশে পেশাদার প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন তিনি।

ডা. শাহনাজ সাকিল তার সহধর্মিণী। তিনি এক মেয়ে ও এক ছেলেসন্তানের জনক।



আর্কাইভ