ইতিহাসের এই দিনে
বিশ্বে প্রতিটি দিনই ঘটে অসংখ্য ঘটনা। ঘটে যাওয়া এসব ঘটনা নানা প্রয়োজনে মানুষ জানতে চায়। আজ ০১ মার্চ ২০২২, ১৬ ফাল্গুন ১৪২৮, ২৭ রজব ১৪৪৩, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৪৯৮ - ভাস্কো ডা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৬৪০ - ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ।
১৮১১ - মামলুকদের পরাস্ত মোহাম্মদ আলীর মিসরের ক্ষমতারোহণ।
১৮১৫ - এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।
১৮১৯ - শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান ও উইলিয়াম ইয়ার্ড ব্যাংক অব শ্রীরামপুর প্রতিষ্ঠা করেন।
১৮৪৮ - ভারতে ভূমিকম্পে এক হাজার প্রাণহানি।
১৯০১ - অস্ট্রেলিয়ান সেনাবাহিনী গঠনের দিন।
১৯০৭ - ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - আলবার্ট বেরী, যিনি প্রথম উড্ডীয়মান বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে নামেন।
১৯১৪ - চীন প্রথমবারের মতো আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগদান করে।
১৯১৯ - কোরিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের সূত্রপাত।
১৯৪৯ - রাশিয়ান বিমান দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত।
১৯৫০ - তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে চিয়াং কাইশেকের পুনরায় দায়িত্ব গ্রহণ।
১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১ - ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা।
১৯৮৫ - বাংলাদেশে জেনারেল এরশাদ কর্তৃক রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা।
১৯৯০ - লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৭ - বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু।
২০০১ - প্রধান বিচারপতি পদে মাহমুদুল আমীন চৌধুরীর শপথ গ্রহণ।
২০০৮ - গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলা দুজন নারী ও ৪ শিশুসহ অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হন।
জন্ম:
১৬১১ - ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ জন পেল জন্মগ্রহণ করেন।
১৮৬১ - ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয় জন্মগ্রহণ করেন।
১৮৮৩ - কবি কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেন।
১৮৯২ - জাপানের বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ও ছোট গল্পকার রিয়ুনোসুকি অকুতাগাওয়া টোকিওর শিটামাচি জেলায় জন্মগ্রহণ করেন।
১৯০৭ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন।
১৯১৮ - সাংবাদিক-রাজনীতিক খন্দকার আবদুল হামিদের জন্ম।
১৯২৯ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন জন্মগ্রহণ করেন।
১৯৩১ - ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী লামবের্তো দিনি জন্মগ্রহণ করেন।
১৯৪০ - বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রম জন্মগ্রহণ করেন।
১৯৫৬ - লিথুয়ানিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি ডালিয়া গ্রাইবস্কেইট জন্মগ্রহণ করেন।
১৯৬৫ - বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৯১১ - রসায়নে প্রথম নোবেলজয়ী ডাচ বিজ্ঞানী হেড্রিকাস ভ্যান্ট হকের মৃত্যু।
১৯৪৯ - প্রাচ্যের বুলবুল সরোজিনী নাইডু মৃত্যুবরণ করেন।