সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে : ইউক্রেন
৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে : ইউক্রেন
ইউক্রেনে প্রথম চারদিনের যুদ্ধে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ফেসবুকে শেয়ার করা বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা বলেন, প্রায় ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সাঁজোয়াযান ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।
বিবিসি এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে রাশিয়ার ‘ব্যাপক’ হতাহত হয়েছে।
রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, তাদের বাহিনী ক্ষতির সম্মুখীন হয়েছে, যদিও কর্মকর্তারা সঠিক পরিসংখ্যান দেননি।
এদিকে, জাতিসংঘের পর্যবেক্ষকরা বলেছেন, তারা যুদ্ধের প্রথম দিকে কমপক্ষে ৯৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
সূত্র : বিবিসি