সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেন আমাদের, আমাদেরই একজন: ইইউ প্রেসিডেন্ট
ইউক্রেন আমাদের, আমাদেরই একজন: ইইউ প্রেসিডেন্ট
ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে। দেশটিকে সময়মতো তাদের নিজেদের অন্তর্গত হিসেবে দেখতে চায়।
রোববার ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন ইউরোনিউজকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আসলে সময়ই বলে দিচ্ছে, তারা আমাদের। আমাদেরই একজন এবং আমরা তাদের মধ্যে থাকতে চাই।’
ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঐতিহাসিক সিদ্ধান্তের পর ২৭ দেশের জোট ইইউর প্রেসিডেন্ট এসব কথা জানান।
এদিকে রাশিয়াকে দমাতে ইউরোপীয় আকাশপথেও রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেন, এটি ইতিহাসে সন্ধিক্ষণ হয়ে থাকবে।
এ ছাড়া রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আরও কিছু নিষেধাজ্ঞা ঘোষণার কথাও তিনি জানিয়েছেন।
ইউক্রেন-রাশিয়া পরিস্থিতিতে জার্মানিও তাদের কঠোর প্রতিরক্ষানীতি পরিবর্তনে বাধ্য হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রাশিয়া টুডে এবং স্পুৎনিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ভন ডের লিয়েন।
বেলারুশের বিষয়ে তিনি বলেন, ইইউর নিষেধাজ্ঞা বেলারুশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং রফতানি পণ্যের ওপর পড়বে।