শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৩৯ বার পঠিত
সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

---

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। আজ টাইগারদের মিশন আফগানদের হোয়াইটওয়াশ করা।

এদিকে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ব্যাটিং নৈপুণ্যে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিতে পারলে আফগানদের প্রথম হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২০১৭ সালে প্রথম ৩ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ। ওই বছর বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

এদিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট তুলে নিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ। সিনিয়রদের সহযোগিতায় এখন দায়িত্ব নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তরুণরা বলে মত টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও জিতলে সুপার লিগে আরও ১০ পয়েন্ট যোগ হবে, যা তাদের আরও এগিয়ে নেবে।

এদিকে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের ফলে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে ও ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে। এখন দেখার বিষয়, তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় কি না।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।



আর্কাইভ