শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জুডোর সম্মানজনক প্রেসিডেন্ট পদ হারালেন পুতিন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জুডোর সম্মানজনক প্রেসিডেন্ট পদ হারালেন পুতিন
৩৯৯ বার পঠিত
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুডোর সম্মানজনক প্রেসিডেন্ট পদ হারালেন পুতিন

---

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) সম্মানজনক সভাপতি পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার এমনটা জানানো হয়েছে জুডোর নিয়ন্ত্রক সংস্থা আইজেএফ থেকে।

পুতিনের যুদ্ধ ঘোষণার পর গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থল, আকাশ ও সমুদ্রপথে আক্রমণ শুরু করে। ৬৯ বছর বয়সী পুতিন একজন জুডো ব্ল্যাকবেল্টধারী খেলোয়াড় ছিলেন। শুধু তাই নয়, পুতিন একজন প্রখর অনুশীলনকারী ছিলেন এবং ‘জুডো : হিস্ট্রি, থিওরি, প্র্যাকটিস’ নামক একটি বইয়ের সহলেখকও তিনি।

আইজেএফ এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনে চলমান যুদ্ধ সংঘাতের কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানিত রাষ্ট্রপতি এবং রাষ্ট্রদূত মি. ভ্লাদিমির পুতিনের সম্মানিত সভাপতির মর্যাদা স্থগিত করার ঘোষণা করেছে।’

আগামী মে মাসে জুডোর একটি গ্র্যান্ডস্লাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ায়। তবে চলমান আগ্রাসনের কারণে সেটি বাতিল করেছে আইজেএফ।

শুক্রবার আইজেএফ সভাপতি মারিয়াস ভাইজার বলেছেন, ‘রাশিয়ায় আগামী ২০ ও ২২ মে জুডোর একটি ইভেন্ট ছিল যা ইতোমধ্যে বাতিল করেছে। আন্তর্জাতিক জুডো ফেডারেশন রাশিয়ার কাজানে ২০২২ গ্র্যান্ড স্ল্যাম বাতিলের ঘোষণাটি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি।’



আর্কাইভ