শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরি-এ: ভ্লাহোভিচের দুই গোলে এম্পোলির বিপক্ষে জুভেন্টাসের দুর্দান্ত জয়
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরি-এ: ভ্লাহোভিচের দুই গোলে এম্পোলির বিপক্ষে জুভেন্টাসের দুর্দান্ত জয়
১৪৭ বার পঠিত
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরি-এ: ভ্লাহোভিচের দুই গোলে এম্পোলির বিপক্ষে জুভেন্টাসের দুর্দান্ত জয়

---

ডুসান ভ্লাহোভিচের জোড়া গোলে ইনজুরি আক্রান্ত জুভেন্টাস শনিবার সিরি-এ লিগে এম্পোলিকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের থেকে পয়েন্টের ব্যবধান ৭ পয়েন্টে কমিয়ে এনেছে তুরিনের জায়ান্টরা।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ভøাহোভিচ প্রথম গোলটি করেন। এরপর ৬৬ মিনিটে তার দ্বিতীয় গোলেই জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। এর আগে মোয়েস কিনের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু সিজিমন জুরকোস্কির গোলে ৩৯ মিনিটে সমতায় ফিরে এম্পোলি। বদলী খেলোয়াড় আন্দ্রে লা মানটিয়ার গোলে ৭৬ মিনিটে এম্পোলি লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের পরাজয় নিয়ে স্বাগতিকদের বাড়ি ফিরতে হয়েছে।
২২ বছর বয়সী ভøাহোভিচ বুধবার ইতালিয়ান কাপের সেমিফাইনাল খেলতে ফিওরেন্টিনায় ফিরে যাবেন। এ সম্পর্কে ভøাহোভিচ বলেছেন, ‘আমার অনুভূতি এক্ষেত্রে কিছুটা মিশ্র। আমি জানি না আসলে কি বলতে হবে। আমি সেখানে যাচ্ছি ফিওরেন্টিনাকে সহযোগিতা করতে। হৃদয়ের অন্ত:স্থল থেকে আমি ফিওরেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সেখানে অসাধারণ তিনটি বছর কাটিয়েছি। তারা সবসময়ই আমার জীবনের একটি অংশ হয়ে থাকবে।’
টানা তিন ম্যাচে ১-১ গোলে ড্র করার পর অবশেষে জয়ের মুখ দেখলো জুভেন্টাস। অন্যদিকে এম্পোলির জয়বিহীন থাকার ম্যাচ ১০’এ উন্নীত হলো। জুভেন্টাস জানতো শুক্রবার ইন্টার মিলান ও এসি মিলান উভয় দলই ড্র করার কারনে এই ম্যাচে জয়ী হতে পারলে শিরোপা লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে যাওয়া যাবে। কিন্তু ইনজুরির তালিকা লম্বা হওয়ায় কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে পাননি। এদের মধ্যে অন্যতম হলেন ওয়েস্টন ম্যাককিনি ও এ্যালেক্স সান্দ্রো। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে শান্তির বার্তা পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে এ সপ্তাহে সিরি-এ লিগের প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ে পাঁচ মিনিট পরে শুরু হয়েছে।
শুরু থেকেই জুভেন্টাস বেশ কিছু সুযোগ পেয়েছিল। তারই ধারাবাহিকতায় ৩২ মিনিটে ডেডলক ভাঙ্গে আলেগ্রির শিষ্যরা। বাম দিক থেকে আদ্রিয়েন রাবিয়তের ক্রসে সফরকারীদের এগিয়ে দেন কিন। কিন্তু বাম থাইয়ের ইনজুরির কারনে ৩৭ মিনিটে সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়া মাঠ ছাড়তে বাধ্য হলে শঙ্কায় পড়ে জুভেন্টাস। এই সুযোগে জুরুকোস্কি কর্ণার থেকে এম্পোলিকে সমতায় ফেরান। প্রথমার্ধেও ইনজুরি টাইমে হুয়ান কুয়াড্রাডোর থ্রু বল থেকে ভøাহোভিচ কোনাকুনি শটে জুভেন্টাসকে আবারো এগিয়ে দেন। গত মাসে জুভেন্টাসে যোগ দেবার পর এটি ভøাহোভিচের তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে কাউন্টার এ্যাটাক থেকে আলভারো মোরাতার সহায়তায় এম্পোলি গোলরক্ষক গুগলেইমো ভিকারিওকে পরাস্ত করতে ভুল করেননি ভøাহোভিচ। জুভেন্টাস যখন নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সে সময় ৭৬ মিনিটে লিওনার্দো বনুচ্চি ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরত আসে। ফিরতি বলে মাটিনা জুভেন্টাস গোলরক্ষক ওজিচেক সিজিসনিকে পরাস্ত করলে এম্পোলি আবারো লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর কোন অঘটন ঘটেনি।
দিনের আরেক ম্যাচে নতুন কোচ ডেভিড নিকোলার অধীনে বোলোনিয়ার সাথে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জণ করেছে তলানির দল সালেরনিতানা। এনিয়ে নিকোলার অধীনে টানা দুই ম্যাচে ড্র করলো এবারের সিরি-এ লিগে নতুন উন্নীত দলটি।



আর্কাইভ