শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম | স্বাস্থ্য » ‘করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান চলবে’
‘করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান চলবে’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভয়ের কোনো কারণ নেই। আজকের পর থেকে প্রথম ডোজসহ সব ডোজই চালু থাকবে। এ বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদে গণটিকা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টিকা রয়েছে। যত টিকাই লাগবে আমরা দিতে পারব। টিকা অতিরিক্ত হয়ে গেলে আমরা অন্য যে দেশ টিকা পায়নি তাদের দিয়ে দিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।