শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার
১৬৩ বার পঠিত
শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার

---

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পর্যটন শিল্পকে ব্যাপক আকারে বিকাশের জন্য বর্তমান সরকার কাজ করছে। পর্যটন খাতকে ঢেলে সাজানো হচ্ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে লক্ষীবাঁওড় জলাবনে পর্যটন করপোরেশনের রেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব আলী বলেন, ‘দেশের সব পর্যটন স্পটের উন্নয়ন করে দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিশ্বের এমন অনেক দেশ রয়েছে, যাদের অর্থনৈতিক অন্যতম চালিকাশক্তি পর্যটন খাত। কিন্তু এসব দেশের চেয়েও বেশি পর্যটন সমৃদ্ধ থাকা সত্ত্বেও আমাদের পর্যটন শিল্প বিকাশ হচ্ছে না। ভবিষ্যতে আমাদের পর্যটন খাত দেশের অর্থনৈতিক শক্তি জোরদার করতে সহায়ক শক্তি হয়ে উঠবে।’

তিনি বলেন, সিলেট অঞ্চলের হবিগঞ্জ বর্তমানে পর্যটকদের আকর্ষিত করছে। এর মধ্যে বানিয়াচং একটি অন্যতম পর্যটন স্পট। এখানে প্রাচীন আমলের নিদর্শনের পাশাপাশি হাওর-বাঁওড় রয়েছে। ভবিষ্যতে বানিয়াচংয়ের জলাবন ও বৃহত্তম গ্রাম বানিয়াচংকে কেন্দ্র করে পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক কর্মকাণ্ড সাধিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সুইজারল্যান্ডের মতো নৈসর্গিকভাবে গড়ে তোলা। তার স্বপ্ন পূরণ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের এ জলাবনটি বিশাল আকৃতির ও নান্দনিক সৌন্দর্যে ভরপুর। স্থানীয়রাও চাচ্ছেন, এখানে দেশি-বিদেশি পর্যটকরা আসুক। তাই পর্যটকদের সুবিধার্থে এই রেস্ট হাউস নির্মাণ করছে পর্যটন মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘নির্মাণকাজ শেষ হলে ব্রিটেনের বিমানবন্দরের মতো আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও হবে। কক্সবাজারে সমুদ্রের মধ্যে দৃষ্টিনন্দন বিমানবন্দর হচ্ছে। কক্সবাজার যাওয়ার জন্য রেললাইন নির্মাণ হচ্ছে। প্রাচ্যের ভেনিস বলে খ্যাত বরিশালসহ দক্ষিণবঙ্গে যাতায়াতের জন্য পদ্ম সেতু নির্মাণের কাজ প্রায় শেষ। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। ইতোমধ্যে দেশ মধ্যম আয়ে উত্তীর্ণ হয়েছে। উন্নত দেশে উত্তীর্ণ করার জন্য কাজ চলছে। এই লক্ষীবাঁওড় জলাবনে শুকনো ও বর্ষা মৌসুমে অনেক দেশি-বিদেশি পর্যটক ঘুরতে আসেন। তাদের সুবিধার জন্য রিসোর্ট ও ওয়াশরুম নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে ওয়াচ টাওয়ারসহ যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, অফিসার ইনচার্য মো. এমরান হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, আহাদ মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইউপি চেয়ারম্যান আরফান আলী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।

পর্যটন করপোরেশনের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে রিসোর্টটি বানিয়াচং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় এলজিইডি অফিসের কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট নির্মাণাধীন রিসোর্টটিতে থাকবে দুটি বিশ্রামাগার ও ওয়াশরুম। যাতে পর্যটকরা বিশ্রাম ও শৌচকর্ম করতে পারেন। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ