শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » ‘ভারতের সঙ্গে আমাদের রক্তের বন্ধন’
‘ভারতের সঙ্গে আমাদের রক্তের বন্ধন’
‘ভারতের সঙ্গে আমাদের রক্তের বন্ধন। তারা রক্ত দিয়ে আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে, সেটাকে আমরা কোনোদিন ছোট করে দেখতে পারব না’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধো ড. আবদুর রাজ্জাক।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সিটি করপোরশনের গ্রিন প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রী ৫০ বছর পূর্তিতে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এ আয়োজনে ও রাজশাহী সিটি করপোরশনের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিনে নাগরিক সংবর্ধনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ইউক্রেন-রাশিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছোট দেশ এ ধরনের কোনোরকম আন্তর্জাতিক সংঘর্ষে জড়াতে চাই না। আমাদের নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আমরা আমাদের বন্ধুত্বকে প্রাধান্য দিচ্ছি, আমরা উভয় উভয় কে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা পরবর্তীতে বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও কাজে লাগাতে চাই বলে জানান রাজশাহী সিটি করপোরশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ বর্তমানে একটি শক্তিশালী দেশ। ভারত-বাংলাদেশের মানুষের মাঝে সম্পর্ক আরও যেন গভীর হয়, সেক্ষেত্রে এই ধরনের মিলনমেলা উল্লেখযোগ্য অবদান রাখছে। দুই দেশের সম্পর্ক এখনও অটুট আছে।
পাঁচবারের এই মিলন মেলার আয়োজক প্রতিষ্ঠান ফ্রেন্ডস অব বাংলাদেশ জানিয়েছেন এই উৎসব ভারত-বাংলাদেশ সম্পর্ককে আর্র এগিয়ে নেবে। তবে ভারতের প্রতিনিধিদল সেদেশে বাংলাদেশের টিভি চ্যানেল প্রদর্শনের আহ্বান জানান।