শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিজ জেতার মিশনে মাঠে নামছে ভারত
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিজ জেতার মিশনে মাঠে নামছে ভারত
১২৮ বার পঠিত
শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরিজ জেতার মিশনে মাঠে নামছে ভারত

---

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬২ রানে জিতেছিল ভারত। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুদল। ভারতের জন্য এ ম্যাচটি সিরিজ জেতার সুযোগ।

লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭০ রানে হারিয়েছিল ভারত। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ১৩৭ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে ভুনেশ্বর কুমার ৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান ভারতীয় ব্যাটাররা। ইশান কিষানের ৫৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস ও শ্রেয়াস আয়ারের ২৮ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দপতন দেখা দেয় লঙ্কান শিবিরে। ওপেনিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। এরপর কামিল মিশারা ও জানিথ লিয়ানেজ খুব একটা সুবিধা করতে পারেননি। বলার মতো ৪৭ বলে ৫৩ রানের একটি ইনিংস খেলে লঙ্কানদের লড়াইয়ে রাখেন চারিথ আসালাঙ্কা। তার ইনিংসটি ৫টি চারের মারে সাজানো ছিল।

দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা। শেষদিকে চামিকা ২১ ও চামিরা ২৪ রানের এক ইনিংস খেলে স্কোর ১৪০ রানের কাছাকাছি নিয়ে যান। ভারতের বোলারদের মধ্যে ভুনেশ্বর কুমার ও ভেঙ্কাটেশ আয়ার দুটি করে উইকেট শিকার করেন। এর আগে লখনৌতে টস হেরে ব্যাট করতে নেমে তিন টপঅর্ডারের ব্যাটে রীতিমতো রানের ফোয়ারা বসিয়ে দেয় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষান মিলে ১১১ রানের বিশাল জুটি গড়েন। ৩২ বল খেলে ৪৪ রান করে আউট হন রোহিত শর্মা।

ইশান কিষান খেলেন ৫৬ বলে ৮৯ রানের এক ঝড়ো ইনিংস। ১০টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। শ্রেয়াস আয়ার অপরাজিত থাকেন ২৮ বলে ৫৭ রানে। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। রবিন্দ্র জাদেজা ব্যাট করতে নেমে ৩ রানে অপরাজিত থাকেন।



আর্কাইভ