শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নানা আয়োজনে পৌর পিতা চুনকাকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী
নানা আয়োজনে পৌর পিতা চুনকাকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী
৩৮তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকাকে স্মরণ করেছে নারায়ণগঞ্জবাসী। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি। স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যানও তিনি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) প্রয়াত এই জননেতাকে স্মরণে ছিল নানা আয়োজন।
সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকা থেকে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রিপন খান, খালিদ হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি ও আলী আহাম্মদ চুনকার বড় ছেলে আহাম্মদ আলী রেজা রিপন, ছোট ছেলে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকার মাজারে গিয়ে প্রভাত ফেরিটি শেষ হয়। এর কিছুক্ষণ পর পৌরপিতা আলী আহাম্মদ চুনকা কবরে শ্রদ্ধা নিবেদন করেন নাসিক মেয়র ও তার বড় কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী। শ্রদ্ধা নিবেদন করেন দুই ছেলে ও অন্যান্য আত্মীয়স্বজন।
এরপর চুনকা কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সস্পাদক একেএম আবু সুফিয়ান এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী সহ নেতৃবৃন্দরা । শ্রদ্ধা নিবেদন করেন নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া ও নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর রিপন খান।
মহানগর আওয়ামীলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, কার্যকরি সদস্য কাউন্সিলর মনিরুজ্জামান ও সাখাওয়াত হোসেন সুমন।
এর আগে নারায়ণগঞ্জ পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র সহধর্মিনী মমতাজ বেগমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সস্পাদক একেএম আবু সুফিয়ান এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলীসহ নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ পানি সরবরাহ বিভাগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ চুনকা মাজারে শ্রদ্ধা নিবেদন করা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কবর জিয়রত ও দোয়া শেষে আলী আহাম্মদ চুনকার বাসভবন খানকায়ে দারুল ইস্কে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এছাড়া কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা, হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া মাদরাসা ও বঙ্গসাথী ক্লাবে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন ছিল। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রয়াত এই জননেতার আত্মার মাগফেরাত কামনায় তাঁর জ্যেষ্ঠ কন্যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।