শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকা ছিলেন ত্যাগী ও পরিক্ষিত আওয়ামী নেতা- আব্দুল হাই
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকা ছিলেন ত্যাগী ও পরিক্ষিত আওয়ামী নেতা- আব্দুল হাই
১৪৯ বার পঠিত
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকা ছিলেন ত্যাগী ও পরিক্ষিত আওয়ামী নেতা- আব্দুল হাই

---

রাজনৈতিক জীবনে প্রয়াত আলী আহাম্মদ চুনকা ছিলেন একজন বড় ভাইয়ের মত, পিতা মত। তিনি কোন হাইব্রিড নেতা ছিলেন না। আলী আহাম্মদ চুনকা ছিলেন ত্যাগী ও পরিক্ষিত নেতা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।

শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল হাই বক্তব্যে আরও বলেন, প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের জন্য আওয়ামীলীগ প্রতিষ্ঠা কালিন অন্যতম সদস্য ছিলেন। প্রয়াত চুনকা ভাই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি নারায়ণগঞ্জ পৌসভার দুই বারের পৌরপিতা ছিলেন। প্রয়াত এই পৌরপিতা জাতির জনক বঙ্গবন্ধুর একজন একনিষ্ঠ ভালোবাসার কর্মী ছিলেন। এছাড়াও ৭৫ পরবর্তীকালে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের যেভাবে হাল ধরে নেতা-কর্মীদের সাংগঠনিক দক্ষতা দিয়ে ঐক্যবদ্ধ রেখেছে তা ছিল বিরল। আলী আহাম্মদ চুনকা একজন দক্ষ ও সুনামধন্য কাবাডি খেলোয়াড় ছিলেন। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে সবসময় তিনি নেতাকর্মীদের কল্যাণে কাজ করেছেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ হতে প্রয়াত নেতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া সকলের কাছে দোয়া চাই।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, গোলাম রসূল, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন খবির, আরজু রহমান ভূইয়া, এডভোকেট আসাদুজ্জামান আসাদ, আদিনাথ বসু, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু।

এছাড়াও আলোচনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম.এ রাসেল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,
যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড নুরুল হুদা, উপ - দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব মেম্বার, সদস্য শামসুজ্জামান ভাসানী, হাজী এমদাত হোসেন সহ প্রমুখ।



আর্কাইভ