শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ১৫টি দোকান, ৩০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পানেনি তিনি। শরীফুল বলেন, শুক্রবার বেলা সোয়া ১টায় কক্সবাজার-টেকনাফ লাগোয়া উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে।
এতে ক্যাম্পটির বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে। ঘটনার পরপরই উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।