বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ঠাকুরগাঁওয়ে পাউবো’র অতিরিক্ত মহাপরিচালকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে পাউবো’র অতিরিক্ত মহাপরিচালকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
জেলায় আজ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
আজ দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী ব্রীজের নিচ দিয়ে প্রবাহিত ভূল্লি নদীর নদী খনন, বাঁধ সংস্কার, সেচের ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ, নদীর শাসন কাজের ঠাকুরগাঁও জেলার টাঙ্গণ ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভূল্লি বাধ সেচ প্রকল্পসুমহ পূর্ণবাসন, নদীর তীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ভুল্লি নদীর পুন: খনন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
এতে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞানের প্রধান প্রকৌশলী মো: আব্দুস শহীদ, ভূ-গর্ভস্থ পানি বিজ্ঞান পরিদপ্তরের পরিচালক ড: আনোয়ার জাহিদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব আতিকুর রহমান, সংস্থা’র প্রকল্প পরিচালক ও তত্তাবধায়ক প্রকৌশলী মখলেসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপ সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, দিনাজপুর পানি বিজ্ঞান উপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হান্নানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, ভূল্লি নদীর পুন:খনন, তীর সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা কাজে প্রায় ২০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও জেলার টাঙ্গন ব্যারেজ, ভুল্লি বাধ, বুড়ি বাঁধের সংশ্লিষ্ট নদীগুলোর নদীর তীর সংরক্ষণ, খনন, পানি শাসন ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় ২৯৬ কোটি ৩০ লাখ টাকা খরচ হবে। পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এই কাজটি বাস্তবায়ন করবে।