বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » কুষ্টিয়ায় আ. লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫
কুষ্টিয়ায় আ. লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৫
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার প্রধান দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জে র্যাব-১২-এর সদর দফতরে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করেন র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি।
এ সময় তিনি জানান, বুধবার রাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মিন্টু মালিথা, চাঁদপুর গ্রামের রনি মালিথা, জনি, ড্যানি ও জারমান প্রামাণিক।
র্যাব-১২ অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা মিন্টু মালিথা ও রনি মালিথা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য তিন আসামি হত্যাকাণ্ডে তাদের সহযোগিতা করেছেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ১৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে প্রকাশ্য দিবালোকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।