রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম
দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ এএসআই আব্দুর রহিম
দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ২০২১ সালের আগষ্ট মাসে ভাল কাজ করায় তাকে এ পুরস্কৃত করা হয়।
রোববার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যান সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার দ্বিতীয়বারের মতো সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম’র হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় মাসিক কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক) অঞ্চল মো. নাজমুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মশিউর রহমান পিপিএম বারসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ।
সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম পুরস্কার পেয়ে মহান আল্লাহ্ তাআলার নিকট শুকরিয়া আদায় করাসহ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. মশিউর রহমান পিপিএম বার, ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইদুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) আবু বকর সিদ্দিকসহ থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে, ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।