বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » দিনাজপুরে ‘মাদক রাজ্যের ইয়াবা রানি’ আটক
দিনাজপুরে ‘মাদক রাজ্যের ইয়াবা রানি’ আটক
দিনাজপুরের নবাবগঞ্জে ‘মাদক রাজ্যের ইয়াবা রানি’ নুরনাহার বেগমকে ইয়াবাসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে থানার সাব-ইন্সপেক্টর বিভূতিভূষণ ব্রতী রায় সঙ্গীয় কর্মকর্তা ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী মোছা. নুরনাহার বেগম হেলেঞ্চা গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী।
উপজেলায় যে কয়েকজন প্রসিদ্ধ ইয়াবা ব্যবসায়ী আছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় কৌশলী ইয়াবা রানি হেলেঞ্চার নুরনাহার বেগম। নুরনাহার দীর্ঘদিন ধরে হিলি সীমান্ত এলাকা থেকে চোরাকারবারির মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ সূত্র।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, নানা কৌশল অবলম্বন করে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক চোরাকারবারিরা। ব্যবহার করছে গ্রাম-গঞ্জের অল্প বয়সি নারীদের।
তিনি বলেন, এদিকে মাদক নির্মূল করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। প্রতিনিয়ত পুলিশের হাতে আটক হচ্ছে মাদক চোরাকারবারিরা।
ফেরদৌস ওয়াহিদ বলেন, গত রাতে সোর্সের মাধ্যমে সংবাদ পাই উপজেলার হেলেঞ্চা গ্রামে এক নারী মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওই বাসায় অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৮০ পিস ইয়াবাসহ ওই বাড়ির মালিক নুননাহারকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আটককৃত এই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন কিন্তু সে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় নবাবগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।